ভারতে চার বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে চার বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে চার বাংলাদেশি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার সময় চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করেছে পশ্চিমবঙ্গের সরুপনগর থানার পুলিশ।

পুলিশ সূত্র জানায়, স্বরূপনগরের ভারত-বাংলাদেশ বিথারি ও তারালি সীমান্ত দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরবেলা চারজন বাংলাদেশের নাগরিক ভারত থেকে সীমান্ত পেরিয়ে দেশে ফিরে যাবার চেষ্টা করে। এ সময় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ’র তাদেরকে জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে, স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই চারজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা কাজের সন্ধানে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করত। এরপর আজ ভোরবেলা তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে।

স্বরূপনগর থানা পুলিশ ওই চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।