সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

সাফজয়ী নারীদের সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনী এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান।

পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক সাড়া তৈরি করতে এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় দেশের বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা পেয়েছেন নারী দলের ফুটবলাররা। কিন্তু একসঙ্গে সবাইকে নিয়ে বড় পরিসরে আয়োজন এখনও হয়নি। সেই কাজটাই করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিলে কক্সবাজারে জাকজমকপূর্ণ সংবর্ধনার পরিকল্পনা হাতে নিয়েছে বিওএ। দুই দিনব্যাপি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ইনানী বিচে। তবে ফুটবলারদের নিয়ে মূল আয়োজন ৭ ডিসেম্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে সংবর্ধনার পাশাপাশি ফুটবলারদের দেয়া হবে ১ কোটি টাকার অর্থ পুরস্কার।

সামছ এ খান বলেন, ‘যেখানে এই অনুষ্ঠানটা স্টেজ করবে, সেটা হলো কক্সবাজারের ইনানী বিচে, আপনারা জানেন। অনুষ্ঠানটা হবে বাংলাদেশ সেনাবাহিনী ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের সমন্বয়ে। আমরা তাদের (নারী ফুটবলার) সংবর্ধনা দেব। পুরস্কৃত তো করা হবেই, সেটাকে যতটুকু আড়ম্বর করা যায়, সেটার জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে, ডিনার থ্রো করা হবে।’

দেশের নারী ফুটবলে পার্বত্য অঞ্চলের অবদান আলাদা করে উল্লেখ করার মতো। সে বিষয়টি বিবেচনায় রেখেই এই সংবর্ধনা কক্সবাজারে আয়োজন করার পরিকল্পনা সংশ্লিষ্টদের। এর ফলে পার্বত্য অঞ্চলের নারী ফুটবলারদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে বিওএ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডিজি বলেন, ‘দেশটা তো বাংলাদেশ, পুরোটাই বাংলাদেশ। এবং হ্যাঁ, ওদের একটা সিংহভাগ অংশীদারিত্ব তো রয়েছেই। আমাদের জয় এসেছে, ওদের অবদান অস্বীকার করা যাবে না। সে কারণে বৃহত্তর চট্টগ্রাম বিভাগেই অনুষ্ঠান করছি, আর সেখানের ভেতর সবচেয়ে নান্দনিক যে জায়গাটা, সেটা বেছে নিয়েছি।’

এর আগে সাফ জয়ীদের ১ কোটি টাকা পুরস্কার দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় ২০ লাখ। এছাড়াও ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে দেড় কোটি টাকা পুরস্কারের।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।