জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পাঁচ, আহত দুই

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পাঁচ, আহত দুই

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত পাঁচ, আহত দুই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে ৫ বিদ্রোহী। আজ বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কুলগামে ওই সংঘর্ষে নিরাপত্তারক্ষী বাহিনীর ২ সদস্যও আহত হয়েছেন।

কুলগাম জেলার বেহিবাগের কাদের অঞ্চলে বিদ্রোহীদের উপস্থিতির খবর পেয়েই বুধবার রাতে গোটা এলাকা ঘিরে ফেলে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীদের গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা প্রতিরোধ গড়ে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। একসময় দুই পক্ষের মধ্যেই জোর গুলির লড়াই শুরু হয়।

পরে ভারতীয় সেনাবাহিনীর (চিনার কর্পস) তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় ‘১৯ ডিসেম্বর তারিখে, বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কুলগাম জেলার কাদের এলাকায় একটি যৌথ অভিযান শুরু করে। এসময় অভিযানরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এবং পাল্টা চ্যালেঞ্জ করা হলে বিদ্রোহীরা নির্বিচারে ও মুহুর্মুহু গুলি চালাতে শুরু করে। আমাদের নিজেদের সেনারা পাল্টা প্রতিরোধ গড়ে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।