মিয়ানমারের নৌঘাঁটি আরাকান আর্মির দখলে, ইয়াঙ্গুনের পতন সময়ের অপেক্ষা

মিয়ানমারের নৌঘাঁটি আরাকান আর্মির দখলে, ইয়াঙ্গুনের পতন সময়ের অপেক্ষা

মিয়ানমারের নৌঘাঁটি আরাকান আর্মির দখলে, ইয়াঙ্গুনের পতন সময়ের অপেক্ষা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে হটানোর তিন বছরও পার হয়নি! এর মধ্যেই সবচেয়ে দুর্বিষহ অবস্থায় পড়েছে দেশটির সামরিক তথা জান্তা সরকার। দেশটির একের পর এক রাজ্য দখল করে নিচ্ছে বিদ্রোহী গ্রুপগুলো। দুই দিন আগে দখল করেছে চিন রাজ্য। এর প্রভাব শেষ না হতেই দেশটির গুরুত্বপূর্ণ নৌঘাঁটি দখল করে নিয়েছে আরাকান আর্মি।

বিদ্রোহীদের ঘোষণা- এখন তাদের ‘নজর’ দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র! অং সান সু চির সমর্থক সঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ গতকাল জানিয়েছে, বাণিজ্য রাজধানী (সাবেক রাজধানী) ইয়াঙ্গুনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছেন বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মির যোদ্ধারা। পাশের গাওয়া শহরও তাদের দখলে।

উৎখাতের পর থেকে দেশটির পরিস্থিতি ক্রমে আরও জটিল হয়ে উঠেছে। সামরিক শাসনের বিরুদ্ধে বিরোধী দলগুলো এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগ্রাম অব্যাহত রয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, আরাকান আর্মির যোদ্ধারা শুধু থান্ডওয়ে নৌঘাঁটি দখল করেনি, বরং কাছাকাছি অবস্থিত গাওয়া শহরও তাদের কব্জায় চলে গেছে। এই দুটি স্থান মিয়ানমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো সামরিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কৌশলগতভাবে মূল্যবান।

ইরাবতী নদী সংলগ্ন অঞ্চলটি সামরিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ইয়াঙ্গুন এবং দেশের রাজধানী নেপিদো দিকে প্রবাহিত সড়ক এবং রেলপথ গিয়েছে। আরাকান আর্মি এর আগে কায়কতার নৌঘাঁটি দখল করেছিল। তবে এবার তারা ইয়াঙ্গুনের অদূরে পৌঁছে গেছে, যা সশস্ত্র বিদ্রোহীদের জন্য একটি বড় অর্জন। এর মাধ্যমে তারা শুধু মিয়ানমারের সামরিক অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছে না, বরং দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক দখলের দিকে এগোচ্ছে। ‘দ্য ইরাবতী’ আরও ইঙ্গিত দিয়েছে, আরাকান আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী একত্রে মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে আরও আক্রমণ শানাতে পারে। সুতরাং, শুধু সামরিক অবস্থানগুলোর দখল নয়, বরং রাজনৈতিক উত্তেজনা এবং বিদ্রোহীদের যৌথ বাহিনীর গঠনও আগামী দিনগুলোতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।