এনসিটিবির সামনে বাম-উপজাতিদের হামলা, এবার ৩ শতাধিক বাঙ্গালী ছাত্রের নামে মামলা

নিউজ ডেস্ক
গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাঠ্যপুস্তক হতে আদিবাসী শব্দ পরিহারের পাশাপাশি আরো ৫ দফা দাবীত কর্মসূচী পালন কালে শিক্ষার্থীদের উপর পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল ইউপিডিএফ এর ছাত্র সংগঠন পিসিপির নেতা-কর্মীসহ বাম ঘরানার নানা সংগঠনের সদস্য কর্তৃক হামলার ঘটনায় ১৪ জন বাঙ্গালী ছাত্র আহত হলেও এবার উল্টো ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩ শতাধিক বাঙ্গালী ছাত্রকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে একটি মিছিল মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে যায়। সেখানে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা ও পূর্বপরিকল্পিতভাবে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র নামে একটি সংগঠনের ব্যানারে মৌলবাদী গোষ্ঠী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
উল্লেখ্য, নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল। সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ও আদিবাসী; পাশে লেখা ছিল ‘পাতা ছেঁড়া নিষেধ’। গত ১২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে আদিবাসী শব্দ প্রত্যাহার সহ এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। তবে জড়িতদের বিষয়ে কোন তদন্ত বা শাস্তির ব্যবস্থা গ্রহন করা হয়নি। এর প্রতিবাদে পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। দুপুর ১টার দিকে সেখানে পিসিপির নেতা-কর্মীসহ বাম ঘরানার নানা সংগঠনের সদস্যরা ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ র ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।