টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক - Southeast Asia Journal

টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা ইউপির মোচনী সমাজকল্যাণ সংঘের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনির আহাম্মদ উখিয়া বালুখালী ১২নম্বর ক্যাম্পের জি-৪ এর বাসিন্দা সুলতান আহাম্মদের ছেলে।

র‍্যাব-১৫, সিপিসি-১ এর ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য পাঁচ লাখ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।