সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক
অবশেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলাগুলো দায়েরের তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মামলায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতার অপব্যবহার করে ও প্রতারণার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশের গোলাবাড়ী মৌজায় ৪ একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করেন। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই সরকারি জমিতে রিসোর্ট নির্মাণ করেছেন। জমির এক কোটি দুই লাখ ছয় হাজার টাকা দেখানো হলেও বাস্তবে বাজার মূল্য আরও অনেকগুণ বেশি। সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করে তিনি দন্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।