বেনাপোলে ৮৬ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক
![]()
নিউজ ডেস্ক
চোরাচালান বিরোধী বিশেষ টাস্ক ফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি–পিস, চকলেট, জিরা, কিশমিশ, কম্বল, তৈরি পোশাক ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করেছে। আটককৃত এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা হয়েছে বলে শুক্রবার বিকেলে সাংবাদিকদের জানায় বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে এসব পণ্য আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা বলে বিজিবি অধিনায়ক নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, ভারতীয় শাড়ি, তৈরি পোশাক, কম্বল ও বিভিন্ন প্রকার কসমেটিক্সের চালান বেনাপোল থেকে একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের উদ্দেশে বেনাপোলে এনে জড়ো করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভারতীয় চোরাচালানের পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। যশোর জেলার শার্শা থানাধীন বিজিবির আমাড়াখালী চেকপোস্টের সামনে তল্লাশি করে ভারতীয় ৮৮২টি শাড়ি, ৪৫৩টি থ্রি–পিস, ২৪৯টি তৈরি পোশাক সামগ্রী, ৪টি কম্বল, ১৮ প্যাকেট কিশমিশ, ১৪ প্যাকেট জিরা, ২৩ জোড়া স্যান্ডেল, ৪৮টি রিয়েলমি হেডফোন, ৩৭১৬০টি বিভিন্ন প্রকার চকলেট এবং ৬৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা।
টাস্ক ফোর্স অভিযানে সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, নাভারণ সার্কেল, যশোর, উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, শার্শা উপজেলা, সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), রাসেল মিয়া, অফিসার ইনচার্জ, বেনাপোল পোর্ট থানা এবং কে এম রবিউল, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটককৃত মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।