মিয়ানমারে জান্তার বোমা হামলায় নিহত অন্তত ২২, আহত বহু

নিউজ ডেস্ক
মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় নিহতদের মধ্যে শিশু এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিয়ানমারের মান্দালয় অঞ্চলের মিংইয়ান টাউনশিপের বিদ্রোহী নিয়ন্ত্রিত সিঙ্গুত গ্রামে জান্তা বাহিনী গত সপ্তাহান্তে বোমা হামলা চালায়। লক্ষ্য ছিল একটি স্কুল ও হাসপাতাল ভবন, যা বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
হামলায় অন্তত ১২ জন বিদ্রোহী নিহত হন। বোমা হামলায় আহতদের মধ্যে বেসামরিক মানুষ, শিশু এবং স্বাস্থ্যকর্মীরাও ছিলেন। স্থানীয় প্রতিরক্ষা দলের একজন সদস্য জানিয়েছেন, স্কুল ভবনে দুটি বোমা ফেলা হয়, যা পুরো ভবন ধ্বংস করে।
যদিও চীনের মধ্যস্থতায় জান্তা বাহিনী এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি গত ১৮ জানুয়ারি থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছিল, তবে তা সত্ত্বেও এই হামলা চালানো হয়। চুক্তিটি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে সপ্তম দফার শান্তি আলোচনার পর স্বাক্ষরিত হয়।
এসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স ( Assistance Association for Political Prisoners)-রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সংস্থা এর তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামরিক অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৬,১০৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তবে চলমান সংঘর্ষের কারণে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
মিয়ানমারের এই সংকটময় পরিস্থিতি দেশটির মানুষের জীবনকে ক্রমশ আরও বিপন্ন করছে। জান্তার সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক ও মানবিক সমাধানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।