টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিলল এক লাখ ইয়াবা

নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে হ্নীলা ইউনিয়নের নাফ নদের তীরের চৌধুরীপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভোরে হ্নীলা নাফ নদের তীরবর্তী চৌধুরীপাড়া এলাকায় মিয়ানমার হতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে-এমন তথ্যে হ্নীলা বিওপির একটি বিশেষদল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২ জন ব্যক্তি নাফ নদের অপর পাশ হতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে সাঁতরে পার হয়ে নদের তীর দিয়ে দুইটি ব্যাগ কাঁধে বেড়িবাঁধ হয়ে চৌধুরীপাড়া গ্রামের দিকে যেতে থাকে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে ধরার চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের ব্যাগগুলো ফেলে ঘন কুয়াশার সুযোগে দ্রুত বসতি এলাকার দিকে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের আটকে অভিযান চলছে এবং উদ্ধারকৃত ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।’
তিনি আরও বলেন, ‘টেকনাফের জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।