অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ বাংলাদেশি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যশোরের শার্শা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে একজন নারী ও ২ যুবক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে শার্শা সীমান্তের শিকারপুর এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার নতুন হাট গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী পান্না আক্তার (৩৮), গোপালগঞ্জের উত্তর হাজিরা বাড়ি গ্রামের বিনোদ গাইনের ছেলে বিপ্লব গাইন (২১) ও খুলনার পশ্চিম বিল পাবলা গ্রামের পঙ্কজ মল্লিকের ছেলে কল্লোল মল্লিক (১৭)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্ত দিয়ে কয়েকজন অবৈধ পথে ভারতে ঢুকবে এমন একটি গোপন খবর আসে। পরে বিজিবির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী শিকারপুর মাঠ থেকে তিন বাংলাদেশিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।