ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে ২৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করেছে ভারতীয় পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা গতকাল রাতভর অভিযান চালিয়েছেন। এ সময় কেরালার বন্দরশহর কোচিতে অবৈধভাবে বসবাসরত অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কেরালার এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, ‘গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।’

পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ২৭ বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেনি।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত এক মাসে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভলি ও অন্যান্য জায়গা থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না। তাদের জন্য মুম্বাইয়ে একটি ভালো বন্দিশালা তৈরি করতে হবে।’

তবে সম্প্রতি তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *