বান্দরবান সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, উড়ে গেল বাংলাদেশীর পা

নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে আবারো মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী আহত হয়েছে। এতে তার ডান পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলী এলাকার ৪৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম তারিক উদ্দিন (১৮)। তিনি ওই এলাকার আহাম্মদ রশিদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো: শামসুল আলমসহ স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে তারিক উদ্দিনসহ আরো কয়েকজন চোরাচালানোর উদ্দেশে সীমান্তের ওপারে যান। ওই সময় মাইন বিস্ফোরণে তারিক উদ্দিনের ডান পায়ের নিচের অংশ উড়ে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
গত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে এ নিয়ে চারজন আহত হলেন। সীমান্ত এলাকার স্থানীয়রা জানিয়েছেন, সীমান্ত পথে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর চলাচল ঠেকাতে আরাকান আর্মি সীমান্ত আইন লঙ্ঘন করে এসব মাইন পুঁতে রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।