খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার দুর্গম জনপদে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্য এসব চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সেনা ক্যাম্পের অধীনস্থ এলাকায় চিকিৎসা বঞ্চিত ৮৫ জন উপজাতি ও ৭০ জন পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
মাটিরাঙ্গা জোনের আরএমও জানিয়েছেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল্য কামনা করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।