স্বজাতি নিরীহ পাহাড়িদের নির্যাতনের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

স্বজাতি নিরীহ পাহাড়িদের নির্যাতনের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

স্বজাতি নিরীহ পাহাড়িদের নির্যাতনের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এবার রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে স্বজাতি নিরীহ পাহাড়িদের উপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার তিনটিলা মৌজাস্থ অজল চুগের পার্শ্ববর্তী এলাকার ধনপুদিঘাটে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ইউপিডিএফের সশস্ত্র কমান্ডার জনম চাকমা ওরফে নিকেতন ও বিধু মেম্বারের নেতৃত্বে একটি সশস্ত্র দল অজল চুগ ধনপুদিঘাট এলাকায় অবস্থান নেয়। এসময় তারা পাড়াবাসীকে দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য খবারের আয়োজন করার নির্দেশ দেয়। খবার দিতে দেরি হওয়ায় সন্ত্রাসীরা স্থানীয় দুই পাহাড়ি যুবক রিটন চাকমা ও সুমন্তমণি চাকমাকে অমানুষিকভাবে মারধর করে। এসময় তারা ভবিষ্যতের জন্য পাড়াবাসীকে সতর্ক করে দিয়ে যায়।

স্থানীয় পাড়াবাসীরা জানান, মাঝে-মধ্যেই সন্ত্রাসীরা পাড়াতে অবস্থান নিয়ে জোরপূর্বক পাড়াবাসীর গৃহপালিত পশু নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের জন্য খাবার আয়োজন করার নির্দেশ দেয়। কেউ দিতে অস্বীকৃতি জানালে তার উপর নেমে আসে নির্যাতনের খড়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কার্বারী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইউপিডিএফের অত্যাচারে কেউ মুখ খোলারও সাহস পায় না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।