‘সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৩ পার্বত্য জেলাসহ সারাদেশে সেনাবাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য’
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)। সংগঠনটির মতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য এই ভূমিকা অপরিহার্য।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জানায়, ৫ আগস্ট ২০২৪ সালে আওয়ামী সরকারের পতনের পর এক বছরেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন ব্যক্তি, দল ও মতের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সময়ে সারাদেশে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে পরিস্থিতি বিরাজ করছে, তা থেকে স্থিতিশীল ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসা জরুরি। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও স্বস্তির সঙ্গে দৈনন্দিন জীবনযাপন করতে পারে, সেজন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি প্রয়োজন।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) আরও জানায়, দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়েও পার্বত্যবাসীর মধ্যে অনিশ্চয়তা কাজ করছে। নবনির্বাচিত সরকার এই চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে কি না, সে বিষয়েও আশার আলো স্পষ্ট নয় বলে সংগঠনটির দাবি।
সবকিছু বিবেচনায় নিয়ে সংগঠনটি মনে করে, পরিবর্তনের প্রত্যাশা পূরণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন। অবাধ নির্বাচনই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এবং যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি নির্বাচনের পথ সুগম করতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতির শেষাংশে ইউপিডিএফ (গণতান্ত্রিক) আশা প্রকাশ করে জানায়, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সহাবস্থানের পরিবেশ সুপ্রতিষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে নির্বাচনকালীন নিরাপত্তা, রাজনৈতিক আস্থা ও চুক্তি বাস্তবায়নের প্রশ্ন দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন করে গুরুত্ব পাচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।