ঢাকা মহানগরে মোতায়েনকৃত অঙ্গীভূত সদস্যদের সাথে আনসার মহাপরিচালকের মতবিনিময়

নিউজ ডেস্ক
চলমান সংস্কার কার্যক্রমের আওতায় অঙ্গীভূত আনসার সদস্যদের পেশাগত সক্ষমতা, দক্ষতা ও মনোবল বৃদ্ধির অংশ হিসেবে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আনসার ক্যাম্পে ঢাকা মহানগরের অঙ্গীভূত আনসার সদস্য/সদস্যাদের সাথে বাহিনীটির মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশন্স), উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় মহাপরিচালক অঙ্গীভূত আনসার সদস্যদের উদ্দেশ্য বলেন, সক্ষমতা বৃদ্ধিকরণই বাহিনীর অগ্রগতির মূল চাবিকাঠি। তাই সকলকে পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার সাধনের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। চলমান এই প্রক্রিয়ায় সকল বৈষম্য দূরীকরণের মাধ্যমে সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নিজস্ব পরিবহণে রেশন সামগ্রী ক্যাম্পে পৌঁছে দেয়া এবং বাহিনীর নিজস্ব খরচে উন্নত মানের ডাল এবং চিনি প্যাকেটজাত করে সকল সদস্যের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরোও বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন গার্ড অনুসন্ধান চলমান রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। তাই এ বিষয়ে তিনি প্যানেলে থাকা আনসার সদস্যদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন।
তিনি আরো জানান, পেশাদার, সৎ ও সুশৃঙ্খল আনসার সদস্যদের তালিকা হালনাগাদের কার্যক্রম চলছে। ভবিষ্যতে তাদের সকল ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
এছাড়াও তিনি মহিলা অঙ্গীভূত আনসার সদস্যদের মাতৃত্বকালীন ছুটি নীতিমালা অনুযায়ী সংশোধন করা হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন, সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ ঢাকা মহানগর আনসারের ১৪ জন পুরুষ ও ১জন মহিলা অঙ্গীভূত আনসার সদস্যকে পুরস্কৃত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।