খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ হতে উপহার পেলেন সম্বলহীন সেই ত্রিপুরা পরিবার

নিউজ ডেস্ক
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের বেলতলী পাড়ার ৭৩ বছর বয়সী বরেন্দ্র লাল ত্রিপুরা ও ৭০ বছর বয়সী প্রভাতী বালা ত্রিপুরার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। সেনাবাহিনীর সহায়তায় তারা পেলেন একটি নতুন ঘর।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের পক্ষে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বরেন্দ্র ও প্রভাতী বালার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন।
গত মাসে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসানের বরেন্দ্র লাল ত্রিপুরা দম্পতির জন্য নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং তাদের জন্য একটি নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
রিজিয়ন কমান্ডারের নির্দেশে খাগড়াছড়ি রিজিয়নের নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নির্মাণকাজ শুরু হয় বসতঘরের। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই জরাজীর্ণ ঝুপড়ির পরিবর্তে তৈরি হয় পাকা ভিত্তির ওপর রঙিন টিনের নতুন ঘর।
নতুন ঘর পেয়ে বরেন্দ্র লাল ত্রিপুরা আবেগাপ্লুত হয়ে বলেন, “আগে তো আমার ঘর ছিল না, এখন তো সেনাবাহিনী আমাদের ঘর দিয়েছে। এখন সুখে-শান্তিতে থাকতে পারবো।”
তার স্ত্রী প্রভাতী ত্রিপুরাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আগে ভাঙা ঘরে থাকতাম, এখন নতুন ঘর পেয়ে ভালো লাগছে।”
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম বলেন, “স্থানীয় সংবাদকর্মীদের প্রচারিত খবরের সূত্র ধরে রিজিয়ন কমান্ডার মহোদয় এই উদ্যোগ নেন। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। খাগড়াছড়ি রিজিয়নের আওতায় কেউ গৃহহীন থাকবে না, কেউ না খেয়ে থাকবে না—এটাই আমাদের অঙ্গীকার।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।