সিএমএইচে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিএমএইচে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিএমএইচে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারিতে বৈশ্বিক অগ্রগতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘বিশ্বে ছানি এবং রিফ্র্যাক্টিভ সার্জারি সম্পর্কিত গ্লোবাল আপডেটস’ শীর্ষক মেডিকেল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সিএমএইচের চক্ষু বিভাগ আয়োজিত এ সেমিনারে চোখের চিকিৎসায় বিপ্লব ঘটানো কয়েকটি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।

May be an image of 1 person, dais and text

সেমিনারে অংশগ্রহণকারীরা প্যানেল আলোচনা এবং ইন্টারেক্টিভ আলোচনার মাধ্যমে সর্বাধুনিক সার্জিকাল পদ্ধতি, উন্নত ইন্ট্রা ওকুলার লেন্স, ফেমটোসেকেন্ড লেজারের সহায়তায় ছানি অপারেশন পদ্ধতি এবং চোখের চিকিৎসা সংক্রান্ত অন্যান্য জটিল বিষয় নিয়ে আলোচনা করেন।

May be an image of 7 people, television, newsroom, dais, hospital and text

এ সেমিনারের শুরুতে একটি লাইভ সার্জারি দেখানো হয়। এ ছাড়াও আলোচকরা চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা, রোগীর সুরক্ষা ব্যবস্থা এবং ব্যক্তিগত সচেতনতার ভূমিকা তুলে ধরেন।

এতে ডিজিএমএস, কনসালটেন্ট সার্জন জেনারেল, সিএমএইচ ঢাকার সব সিনিয়র ও জুনিয়র মেডিকেল অফিসার, জাতীয় শীর্ষস্থানীয় চক্ষু বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।