খাগড়াছড়ির দীঘিনালায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড!
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির দীঘিনালায় এক ভুয়া চিকিৎসকের ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫অক্টোবর) উপজেলার রশিকনগর এলাকার বটতলী বাজার থেকে উক্ত ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মোঃ কামরুজ্জামান (২৯) সুনামগঞ্জ জেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এসনময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ।
জানা যায়, উপজেলার বটতলী বাজারের ‘কমান্ডার ইউনানী হারবার ফার্মেসী’তে চেম্বার করে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো কামরুজ্জামান। ঐ চিকিৎসকের কাগজপত্রে সন্ধেহ হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক যাচাই বাছাই করে তা ভুয়া প্রমাণিত হয়। এসময় “মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০” এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০” এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত ভুয়া চিকিৎসককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।