খাগড়াছড়ির দীঘিনালায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড! - Southeast Asia Journal

খাগড়াছড়ির দীঘিনালায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ড!

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালায় এক ভুয়া চিকিৎসকের ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫অক্টোবর) উপজেলার রশিকনগর এলাকার বটতলী বাজার থেকে উক্ত ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালত এ কারাদন্ড প্রদান করে। দন্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক মোঃ কামরুজ্জামান (২৯) সুনামগঞ্জ জেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। এসনময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ।

জানা যায়, উপজেলার বটতলী বাজারের ‘কমান্ডার ইউনানী হারবার ফার্মেসী’তে চেম্বার করে নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো কামরুজ্জামান। ঐ চিকিৎসকের কাগজপত্রে সন্ধেহ হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক যাচাই বাছাই করে তা ভুয়া প্রমাণিত হয়। এসময় “মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০” এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০” এর ২২ ৬২ ৯ ধারা লঙ্ঘনের দায়ে উক্ত ভুয়া চিকিৎসককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।