হবিগঞ্জ সীমান্ত থেকে ভারতীয়সহ আটক ৩

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে ভারতীয়সহ তিনজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কালেঙ্গা এলাকার রিজার্ভ টিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটকরা হলেন, ভারতের আগরতলা থানার যোগেন্দ্রনগর গ্রামের নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১) ও ধনেশ দাসের ছেলে শম্ভু দাস (৪১)। অপরজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমির (৩০)।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।