হিলি সীমান্তে বিএসএফের বাধায় রেল ব্রিজের সংস্কার কাজ বন্ধ

নিউজ ডেস্ক
দিনাজপুরের হিলি সীমান্তের পাশের রেলওয়ে সেতুর সংস্কারকাজে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের বাধায় কয়েক দিন ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। বিএসএফের সঙ্গে বিজিবির বৈঠকে সুরাহা হচ্ছে না। এদিকে সংস্কারকাজে বাধা দেওয়ায় বিপাকে পড়েছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে বাধা দেওয়ার কারণে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তবে বিজিবি বলছে, ‘বিএসএফের বাধা দেওয়ার কথা নয়, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।’
দেশের সবচেয়ে নিকটতম সীমান্ত এলাকা হিলি। এই সীমান্তের পাশেই রেললাইন। দেশের বিভিন্ন অঞ্চলে যোগাযোগের জন্য ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় এই রেললাইন। হিলির ফকিরপাড়া এলাকায় সেই রেললাইনের একটি সেতুর নিচের অংশের পাথর সরে যাওয়ায় তা সংস্কারের উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে আনা হয় ইট, বালু ও সিমেন্ট। সম্প্রতি সেই অংশে কাজ শুরু করে তারা। কিন্তু কাজ শুরুর কয়েক ঘণ্টার মাথায় তাতে বাধা দেয় বিএসএফ। পরে বিষয়টি নিয়ে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকসহ নানা আলোচনা করে। সেই মোতাবেক আবার বিজিবির পক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে কাজ শুরুর কথা বলা হয়। গতকাল রেল কর্তৃপক্ষ আবার সেখানে কাজ শুরু করলে বিএসএফ তাতে বাধা দেয়। এরপর থেকে আবার বন্ধ হয়ে যায় সেতুর কাজ।
স্থানীয় এলাকাবাসী বলেন, ‘তিন-চার দিন আগে রেলওয়ে কর্তৃপক্ষ ইট, বালু ও খোয়া নিয়ে আসে সেতুর সংস্কারকাজের জন্য। এরপর কাজ শুরু করে, তারপর আবারও কী কারণে যেন সেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর চেকপোস্ট গেটে বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে মিটিং বসেছিল। তারপর থেকে সেতুর সংস্কারকাজ আর চালু হয়নি। এখন পর্যন্ত বন্ধ রয়েছে।’
স্থানীয় অন্য এক বাসিন্দা বলেন, ‘দু-চার দিন ধরে দেখছি ইট, বালু ও খোয়া নিয়ে আসছিল রেল কর্তৃপক্ষ। বিএসএফ সেই কাজে বাধা দেওয়ায় এখন কাজ বন্ধ। আমাদের দেশে আমরা কাজ করব কিন্তু বারবার বিএসএফ যেকোনো কাজেই বাধা দেয়, এটি ঠিক না। আমাদের দেশে আমরা কাজ করব, তাতে তাদের সমস্যা কোথায়। রেলের কাজ করতে আসছে, এখন এটাতেও তারা বাধা দিচ্ছে, কী করা যায় বলেন?’
রেলওয়ের খালাসি নিরঞ্জন কুমার বলেন, ‘হিলির ফকিরপাড়া এলাকায় রেলওয়ে সেতুর ব্লাস্টওয়ালের দুই পাশের পাথর যেন নিচে না নেমে যায়, এর জন্য কাজ করা হচ্ছে। এ কাজ করতে গিয়ে বিএসএফ বাধা দিচ্ছে। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা ছিল। তারপরও সমাধান আসছে না। ওনারা আমাদের এই কাজে বাধা দিচ্ছে।’
বাংলাদেশ রেলওয়ের হিলি ইঞ্জিনিয়ার/ওয়ার্কসের ইনচার্জ আব্দুর রহমান বলেন, ‘বিজিবির কাছ থেকে অনুমোদন পাওয়ার পর সকালে আবার কাজ শুরু করেছিলাম। এখন বিএসএফ নতুন করে তারা বাধা দিয়েছে। বিজিবির স্থানীয় ক্যাম্প কমান্ডারকে ফোন দিয়েছিলাম, তারা বলছে আবার বিএসএফের সঙ্গে বৈঠকে বসবেন। বিজিবি যথেষ্ট আন্তরিক রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বিএসএফের।’
জয়পুরহাট বিজিবি-২০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, ‘সমস্যা হবে কেন, সেতুর সংস্কারকাজ করতে গিয়েছিল রেল কর্তৃপক্ষ। এ সময় বিএসএফ বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিল, আমরা সেই মোতাবেক বিষয়টি তাদের জানিয়েছি। রেল কর্তৃপক্ষ তাদের কাজ করবে, তাতে তো সমস্যা হওয়ার কথা নয়।’
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।