সীমান্তে ভারতের দাদাগিরি, ইটবৃষ্টিতে পিছু হটলো বিএসএফ

সীমান্তে ভারতের দাদাগিরি, ইটবৃষ্টিতে পিছু হটলো বিএসএফ

সীমান্তে ভারতের দাদাগিরি, ইটবৃষ্টিতে পিছু হটলো বিএসএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার কোচবিহারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাধারণ বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সীমান্তে বিএসএফের টহলের সময় ওপার থেকে ইট নিক্ষেপের ফলে বিএসএফের একজন জওয়ান আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় যখন সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের দিকে বাংলাদেশি নাগরিকরা ইট নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছে দিনহাটা মহকুমার পুলিশ। পুলিশ কর্মকর্তা ধীমান চন্দ্র জানিয়েছেন, ইটের আঘাতে বিএসএফের একজন জওয়ানের মাথা ফেটে যায়।

এই ঘটনার সময় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজিবি জানিয়েছে, সীমান্তে পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়া থেকে আটকানো হয়েছে।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেই সীমান্তে উত্তেজনার ঘটনা বেড়েছে। বাংলাদেশের নিরীহ নাগরিকদের কাজে বাধা প্রদান এবং কাঁটাতারের বেড়া বা গাছ কেটে নেওয়ার মতো ঘটনায় সীমান্তে প্রায়ই উত্তেজনা সৃষ্টি হয়।

বিএসএফের অভিযোগের বিপরীতে বাংলাদেশি নাগরিকদের দাবি, বিএসএফের আগ্রাসী আচরণের প্রতিবাদেই এমন ঘটনা ঘটেছে। সীমান্তে উভয়পক্ষের দায়িত্বশীল আচরণ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।