চোরাই পথে আসা ভারতীয় ১০ মহিষ জব্দ

চোরাই পথে আসা ভারতীয় ১০ মহিষ জব্দ

চোরাই পথে আসা ভারতীয় ১০ মহিষ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত থেকে চোরাই পথে আসা ১০টি মহিষ জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত থেকে মহিষগুলো জব্দ করা হয়। তবে এ সময় বিজিবি কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, ভারত থেকে অবৈধ পথে ১০টি মহিষ নিয়ে এসে মাঠে বেঁধে রেখেছিল চোরাচালানিরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে মহিষগুলো জব্দ করে।

মনির-উজ-জামান আরও বলেন, জব্দ ভারতীয় মহিষগুলো আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। মহিষগুলো নিলামে বিক্রি করবে শুল্ক কার্যালয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।