আটক ২৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৯ জেলেকে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে এসব বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি টেকনাফের নাফ নদের মোহনায় মাছ ধরার সময় চারটি নৌকাসহ ২৯ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে যায় আরাকান আর্মি।
ফেরত আসাদের মধ্যে ১০ জেলের নাম জানা গেছে। তারা হলেন- মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আবদুল রহমান (১৯), মো. আবুল কালাম আহমেদ (২৯), মো. লালু (১১), মো. কবির আহমেদ (৪৩), মোহাম্মদ ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুৎফর রহমান (২৩) ও রহিম উল্লাহ (২১)। তারা সবাই শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার বাসিন্দা। তবে তাৎক্ষণিক বাকিদের নাম পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদে মাছ শিকারে গিয়ে আরকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।