চট্টগ্রামের ভূজপুরে বিজিবি কর্তৃক ১৭৯.৮৯ ঘনফুট কাঠ আটক

চট্টগ্রামের ভূজপুরে বিজিবি কর্তৃক ১৭৯.৮৯ ঘনফুট কাঠ আটক

চট্টগ্রামের ভূজপুরে বিজিবি কর্তৃক ১৭৯.৮৯ ঘনফুট কাঠ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ভূজপুরে বিজিবির রামগড় ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক অভিযান পরিচালনা করে ১৭৯.৮৯ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এসব অবৈধ কাঠ জব্দ করে হেয়াকো বিওপিতে কর্মরত বিজিবি সদস্যরা।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ হেয়াকো বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার ভূজপুর থানার অন্তর্গত মুসলিমপুর নামক স্থান হতে মালিকবিহীন ১৭৯.৮৯ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ আটক করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত কাঠ নিকটতস্থ সীতাকুন্ড বনবিটে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ব্যাটালিয়ন অধীনস্ত এলাকায় সব ধরনের অপরাধ কার্যক্রম ঠেকাতে বিজিবি সচেষ্ট রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।