টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় মামলার আসামি এক রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলো- সদর ইউপি হাতিয়াঘোনার আহাম্মদ হোসেন, হ্নীলা ইউপি নয়াপাড়া শরনার্থী ক্যাম্পের আবদুর রহমান। শুক্রবার (১২ অক্টোবর) রাতে সদর ইউপির পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মালির পাহাড়ের নিচে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে আসামিদের সহযোগীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচ হাজার ইয়াবা, দুটি এলজি, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, রাতে পুলিশ পাঁচজনকে নিয়ে আসে। তাদের মধ্যে আহাম্মদ হোসেন ও আবদুর রহমান আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। দুইজনের শরীরে তিনটি করে গুলির চিহ্ন দেখা গেছে।