যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ

নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং জাতির জন্য তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্যগণ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, “দেশের জন্য আত্মত্যাগ করা এসব বীর সেনানী ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। তাদের অবদান চিরস্মরণীয় রাখতে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।”
সেনাবাহিনীর এই আয়োজনে চার শতাধিক অতিথি অংশগ্রহণ করেন। বিশেষ এই ইফতার ও নৈশভোজে অতিথিরা সেনাবাহিনীর আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়মিত এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।