শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ নারী অনুপ্রবেশকারী আটক

শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ নারী অনুপ্রবেশকারী আটক

শ্যামনগরে ভারতীয় পণ্যসহ ৩ নারী অনুপ্রবেশকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় পণ্যসহ তিনজন অনুপ্রবেশকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (১৫ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন কৈখালী এবং পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিনজন নারীকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় তাদের শরীর ও সাতটি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—মোছা. শাহনেওয়াজ বেগম (৩৯), যিনি ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন, মোছা. রোজিনা খান (২৬) ও মোছা. জুলি (২৮)। যারা ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন। তারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

আটককৃতদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।