বাংলাদেশিদের অভাবে কলকাতার বাস কাউন্টার এখন কাপড়ের দোকান!

বাংলাদেশিদের অভাবে কলকাতার বাস কাউন্টার এখন কাপড়ের দোকান!

বাংলাদেশিদের অভাবে কলকাতার বাস কাউন্টার এখন কাপড়ের দোকান!
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কয়েকদিন আগেও কলকাতার মারকুইস স্ট্রিটে বাংলাদেশিদের যাতায়াত ছিল নিয়মিত এবং দুই দেশের মধ্যে চলত বাস পরিসেবা। কিন্তু বর্তমানে ভারতীয় ভিসানীতির কারণে সেই এলাকার অবস্থা এখন বিপর্যস্ত। একসময় যাত্রী নিয়ে চলাচল করা সেন্টমার্টিন পরিবহন এখন কার্যত বন্ধ। বাস কাউন্টারে চলছে মেয়েদের পোশাকের দোকান।

তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন পরিবহন প্রতিদিন ১৫-২০টি বাস নিয়ে যাতায়াত করত, তবে বর্তমানে যাত্রী শূন্যতায় পরিবহন পরিষেবাটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এর ফলে ব্যবসা সংকুচিত হয়ে পড়েছে এবং পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত ৩৫ জন কর্মচারীর বেতন পরিশোধ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যবসার অবস্থা টিকিয়ে রাখতে কাউন্টারটিকে সাজানো হয়েছে বিভিন্ন রঙের থ্রি-পিস, স্কার্ট ও অন্যান্য পোশাক দিয়ে।

পরিবহন পরিষেবাটির মালিক মোহাম্মদ সরোজ খান জানান, বাংলাদেশিরা আসছেন না, ভারতের যাত্রীরাও বাংলাদেশ যাচ্ছেন না। তাতে পেট চলবে কী করে? সামনেই ঈদ, তাই স্থানীয়দের কথা ভেবে আমরা দোকানটি পোশাকের দোকানে পরিণত করেছি।

তিনি আরও জানান, পরিবহন পরিষেবা বন্ধ হওয়ার কারণে ব্যবসা পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাস যদি না চলে, তো পরিবহন ব্যবসা রেখে লাভ কী? ট্যুরিস্ট ভিসা নেই, মেডিকেল ভিসাতেও যাত্রী নেই, তাই ব্যবসা পরিবর্তন ছাড়া আর কোনো উপায় ছিল না।

ব্যবসা পরিবর্তন হলেও মোহাম্মদ সরোজ খান জানান, স্থানীয় ক্রেতা আসছেন এবং কিছুটা আর্থিক সহায়তা পাচ্ছেন। তবে তিনি স্পষ্টভাবে জানান, বাংলাদেশিদের অভাবে পুরো এলাকার ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মারকুইস স্ট্রিট, নিউমার্কেট, পার্ক স্ট্রিটসহ দুই কিলোমিটার এলাকাই মূলত বাংলাদেশি যাত্রীদের ওপর নির্ভরশীল ছিল।

তবে দোকানটির ওপর এখনও ‘সেন্টমার্টিন পরিবহন’ নামটি জ্বলজ্বল করছে। সরোজ খান বলেন, যদি পরিস্থিতি বদলায়, তবে অবশ্যই পুরোনো ব্যবসায় ফিরে যাব, কারণ সেটিই মূল ব্যবসা।

তিনি জানান, বাংলাদেশিদের অভাবে বর্তমানে গোটা এলাকায় প্রায় ৫,০০০ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তিনি দুই দেশের সরকারের কাছে আবেদন করেছেন যে, শিগগিরই সমস্যা সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করা হোক, যাতে ব্যবসা আবার আগের মত চালু হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।