কুমিল্লা সীমান্ত থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

কুমিল্লা সীমান্ত থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার

কুমিল্লা সীমান্ত থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় বাজি উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৩৩ লাখ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করেছে বিজিবি। জেলার সদর উপজেলার শ্রীপুর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বাজি উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিজিবির টহলদলের সদস্যরা শ্রীপুর এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লাখ ৬৫ হাজার ২শ পিস বাজি উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছে বিজিবি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।