মিজোরামে চাকমা বিরোধী অবস্থানে খোদ মূখ্যমন্ত্রী - Southeast Asia Journal

মিজোরামে চাকমা বিরোধী অবস্থানে খোদ মূখ্যমন্ত্রী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিজোরামে চাকমাদের সাথে মিজো সম্প্রদায়ের পারষ্পরিক দ্বন্ধ দীর্ঘদিনের। চাকমা ও মিজো উভয় সম্প্রদায়ই নিজেদের ঐ রাজ্যের স্থায়ী বাসিন্দা হিসেবে দাবি করে। ভারতের কেন্দ্রীয় সরকারের নীতিমালা অনুযায়ী চাকমাদের ক্যাটাগরি-১ হিসেবে বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ঘোর বিরোধী মিজো সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছে ১৯৩৫ সালে ভারতের শিলং এ মিজো সম্প্রদায়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ছাত্র সংগঠন ‘মিজো জিরলাই পল’ (MZP)। এখানে উল্লেখ্য, সংগঠনটি ১৯৪৬ সালের ১লা সেপ্টেম্বর পর্যন্ত ‘লুসাই স্টুডেন্ট এসোসিয়েশন’ নামে পরিচিত ছিলো। মিজোরামের খোদ মূখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও সম্প্রতি চাকমা বিরোধী মতামত ব্যক্ত করেছেন। তিনি মনে করেন ভারতের মিজোরাম রাজ্যে বসবাসকারী চাকমা জাতিগোষ্ঠীর লোকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদেরকে শনাক্ত করতে আসামের মতো এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি কার্যকর করা উচিত। জোরামথাঙ্গা মনে করেন, এই রাজ্যের চাকমারা বাংলাদেশ থেকে অবৈধভাবে মিজোরামে এসেছে। তবে ঐ অঞ্চলের চাকমারা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার বক্তব্যকে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন। তারা বলেছেন, চাকমারা মিজোরামের স্থানীয় বাসিন্দা। তারা মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যেকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন।

ছবি-১: মিজো জিরলাই পল (MZP)র লোগো।
ছবি-২: মিজোরামের মানচিত্র।

উল্লেখ্য ইতিহাসের বিভিন্ন সময় চাকমারা মিজোরামে অবস্থান নিয়েছে। চাকমাদের কেউ কেউ বার্মা থেকে মিজোরামে গিয়েছে। আবার কাউকে কাউকে ব্রিটিশরা তাদের প্রয়োজনে ঐ এলাকায় অবস্থান করতে দিয়েছে। চাকমা নেতৃবৃন্দ মনে করেন মূখ্যমন্ত্রীর মন্তব্য সঠিক নয়। লুসাই হিলের আদি বাসিন্দা চাকমারা মিজোরামের স্থায়ী বাসিন্দা।

প্রসঙ্গত, মিজোরামের মত ভারতের অরুনাচল প্রদেশেও স্থানীয় জনগোষ্ঠীরা চাকমাদের সেখানকার স্থায়ী বাসিন্দা হিসেবে মানতে নারাজ। চাকমাদের সেখানে নাগরিকত্ব নেই, ভোটাধিকার ও জমি ক্রয়ের কোন সুযোগ নেই। অরুনাচলে তারা চাকমা শরণার্থী হিসেবে পরিচিত। মিজোরাম, আসাম, ত্রিপুরা ও অরুনাচলসহ উত্তর-পূর্ব ভারতে চাকমা জনগোষ্ঠীর প্রতি স্থানীয়দের বিরোধী মনোভাব অদূর ভবিষ্যতে উক্ত অঞ্চলের ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।