ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ নারী-পুরুষ আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ নারী-পুরুষ আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫ নারী-পুরুষ আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকিঝুড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: জলিল মিয়া, সিদ্দেক আলী, আনোয়ার হোসেন, তার স্ত্রী মিম আক্তার ও শাহিনা আক্তার নামে এক কিশোরী। তাদের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ পাঁচজন। গোপনে খবর পেয়ে মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের সন্ধ্যায় কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।