ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট এ তৃতীয় স্থান অর্জন করলো বাংলাদেশ সশস্ত্র বাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাশিয়ার মস্কোতে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল মিলিটারি ইন্ডোর আরচ্যারী টুর্নামেন্ট।
১৭-২৩ মার্চ ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আরচ্যারী দল মোট আটটি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।

পরিচালক, সামরিক প্রশিক্ষণ পরিদপ্তর (চীফ অব দ্যা মিশন) এর নেতৃত্বে সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের আরচ্যারী দলটি কম্পাউন্ড ও রিকার্ভ ইভেন্টের পুরুষ, মহিলা এবং মিক্সড ক্যাটাগরির সকল খেলায় অংশগ্রহণ করে ৪টি রৌপ্য ও ৪টি তাম্র পদক অর্জন করেছে।
এই প্রতিযোগিতায় রাশিয়া ও মঙ্গোলিয়া যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য যে, যেকোনো আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্জন।
এই অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দলটির সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।