মৌলভীবাজারে সেনাবাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
মহান স্বাধীনতা দিবসে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার আয়োজনে ইফতার ও ঈদ উপহারের আয়োজন করা হয়।
গতকাল বুধবার (২৬ মার্চ) সন্ধায় মৌলভীবাজার জেলা সদরে সেনাবাহিনী আয়োজিত ইফতারে ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইমরুল মাবুদ উপস্থিত থেকে আগত মুক্তিযোদ্ধা এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সাথে মতবিনিময় এবং আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন।
এসময় শাহাদৎ বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনী মৌলভীবাজর ইউনিটের অধিনায় লেঃ কর্নেল সাজ্জাদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট তানভির হোসেনসহ মুক্তিযোদ্ধা ও জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।