সেনাবাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনাবাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেনাবাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট অঞ্চলে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ মার্চ (বুধবার) সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে কেন্দ্রীয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

সেনাবাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় আহতদের পরিপূর্ণ সুস্থতা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলের মধ্য দিয়ে এক অনন্য পরিবেশে অংশগ্রহণকারীরা দেশের জন্য আত্মত্যাগ করা বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ এবং জাতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।