ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিরাজগঞ্জে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপত্তায় সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। মহাসড়কে সেনাবাহিনী নিয়োজিত থাকায় যমুনা সেতুর পশ্চিম অংশে এবার নেই কোন যানজট।
আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। ঈদের ছুটিতে স্বাচ্ছন্দে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষজন।

শুক্রবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন ও মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি ফিরছে মানুষ। আর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে সেনাবাহিনীর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির এর নেতৃত্বে যানজট নিরসনে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির জানিয়েছেন, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত নিরাপদ যাত্রা নিশ্চিতে ২৪ ঘণ্টায় মহাসড়কে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। ঈদে ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, এজন্য দিন রাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

উল্লেখ্য, সেনাবাহিনীর ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে সিরাজগঞ্জ জেলার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে নিয়োজিত রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।