ভারতে যৌথবাহিনীর অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত

ভারতে যৌথবাহিনীর অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত

ভারতে যৌথবাহিনীর অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

এবার ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ১৬ মাওবাদী গেরিলা নিহত হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) স্থানীয় সময় সকালে সুকমা জেলায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ- এর এক প্রতিবেদনে জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি কেরলাপাল এলাকায় জঙ্গলে আশ্রয় নেয় মাওবাদীদের একদল সদস্য। এমন খবর পাওয়ার পর শুক্রবার রাতে সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও পুলিশের যৌথবাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

এদিকে অভিযানের সময় সেখানে একটি জঙ্গলে শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুইপক্ষের গোলাগুলি শুরু হয়। পুলিশের বস্তার রেঞ্জের আইজিপি সুন্দারাজের বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নিরাপত্তা বাহিনী তাদের অভিযানে মাওবাদীদের বিপুল অস্ত্রও জব্দ করেছে। এ নিয়ে চলতি বছর কেবল ছত্তিশগড়েই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৩২ মাওবাদী গেরিলা নিহত হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।