নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬

নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬

নদীতে অস্ত্র নিয়ে মহড়া ও অশ্লীল নৃত্য, সেনাবাহিনীর হাতে আটক ১৬
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ধলেশ্বরী নদীতে নৌকা নিয়ে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র মহড়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন করায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই গ্রুপের ১৬ জনকে আটক করছে।

বুধবার (২ এপ্রিল) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল এসব সদস্যকে গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

May be an image of 8 people and text that says "ዓቃ oиKeжbly DANGERGRNG DANGER GRNG DRNGER GRNG ENTYSEVE ৯ পদাতিক ডিভিশনের টহলদল কর্তৃক গ্রেফতারকৃত কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর অপরাধীচক্র এবং তাদের ব্যবহত দেশীয় অস্ত্সমূহ"

পোস্টে উল্লেখ রয়েছে, গতকাল (২ এপ্রিল ২০২৫) কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকায় সেনাবাহিনীর টহল দল একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করে। ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।

পরবর্তীতে, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যসহ ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। অতঃপর, আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরও ২ জন গ্যাং লিডারকে আটক করে সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।