সুনামগঞ্জ সীমান্তে ৯টি ভারতীয় গরু জব্দ
 
                 
নিউজ ডেস্ক
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে মালিকবিহীন অবস্থায় সীমান্তে ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার মোকামবাড়ী নামক স্থান হতে এসব গরু জব্দ করে বিজিবি সদস্যরা।
গরু জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৫/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী নামক স্থান হতে ৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৫৫ হাজার টাকা।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
