চাঁদপুরে সেনাবাহিনীর হাতে ডাকাত আটক

নিউজ ডেস্ক
চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) ভোরে জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকা থেকে বকুল হোসেন (২৩) নামে ওই ডাকাতকে আটক করা হয়।
চাঁদপুরে সেনাবাহিনীর অভিযানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. জাবিদ হাসান জানান, বকুল হোসেন ও তার সঙ্গে থাকা আরও ২ ডাকাত চাঁদপুরের বিভিন্নস্থানে যানবাহনে ডাকাতি ও লুটের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট এমন তথ্যের ভিত্তিতে এই ৩ ডাকাতের অন্যতম বকুল হোসেনকে আটক করা হয়। তবে তার সঙ্গে ডাকাতি করে ওই ২ জনকেও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এদিকে, আটককৃত ডাকাত বকুল হোসেনকে গ্রেফতার দেখিয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।