ভারতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)'র বিরুদ্ধে এবার কলকাতার রাস্তায় বিক্ষোভ - Southeast Asia Journal

ভারতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)’র বিরুদ্ধে এবার কলকাতার রাস্তায় বিক্ষোভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যের নাগরিকদের এনআরসি বা নাগরিক তালিকা নিয়ে সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল কংগ্রেস। ১৯ অক্টোবর শনিবার বিকেলে প্রদেশীয় কংগ্রেস দপ্তর বিধান ভবন থেকে মিছিল বের করে মৌলালি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে কংগ্রেস নেতৃবৃন্দরা।

এসময় প্রদেশীয় কংগ্রেস মাইনোরিটি চেয়ারম্যান মিল্টন রশিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রদেশীয় যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে বক্তারা মুর্শিদাবাদের জিয়াগঞ্জের শিক্ষক পরিবারের হত্যাকান্ডের ঘটনা নিয়েও বক্তব্য রাখেন। জিয়াগঞ্জের ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করেন মাইনোরিটি সেলের চেয়ারম্যান মিল্টন রশিদ এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শহরের মৌলালি মোড় অবরোধের জেরে যানচলাচল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়লে পরে পুলিশি মধ্যস্থতায় পরক্ষনে অবরোধ ওঠে। পরে কেন্দ্রের ও রাজ্যের বিজেপি নেতাদের কুশপুত্তলিকা দাহ আন্দোলনকারীরা।

উল্লেখ্য, আসামে অনুপ্রবেশকারীদের সরকারী সুযোগ-সুবিধা থেকে বাদ দিতে সেখানে নাগরিক তালিকা বা এনআরসি তালিকা প্রনয়ন করে রাজ্য সরকার। এদিকে এনআরসিতে স্থান পাওয়ার জন্য আবেদন করেছিলেন ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন। এদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪জন। বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম।