রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
 
                 
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির রামগড়স্থ কাশিবাড়ী সীমান্তের সাবরুমের কাঠালবাড়ীতে সীমান্তের শূন্যরেখার ৫০ গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মানকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ২১ অক্টোবর সোমবার সকালে রামগড়স্থ কাশিবাড়ী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২২১৭/৪ আর বি সংলগ্ন ভারতের সাবরুমস্থ কাঁঠালবাড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মান শুরু করে বিএসএফ। এসময় বাংলাদেশ সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আন্তর্জাতিক সীমান্ত আইনের ধারা অনুয়ায়ী নির্মান কাজে বাঁধা প্রদান করে। পরদিন ২২ অক্টোবর মঙ্গলবার রামগড়স্থ ৪৩ বিজিবি সীমান্তে বেড়া নির্মানের তীব্র প্রতিবাদ জানালে বিএসএফ তাদের নির্মান কাজ বন্ধ রাখে। এমতাবস্থায় বিএসএফ চিঠির মাধ্যমে বিজিবিকে পতাকা বৈঠকের আহবান জানালে এদিন দুপুরে ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তারিকুল হাকিমের নেতৃত্বে উপ অধিনায়ক মেজর জাকির হোসেনসহ বিজিবির একটি প্রতিনিধি দল সাব্রুমের লুধুয়াছড়া সংলগ্ন আইল্যমারা নামক স্থানে পতাকা বৈঠকে মিলিত হয়।
বিকেলে বৈঠক ফেরত বিজিবির একটি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্ত আইনে দেড়শ গজের পরে স্থাপনা নির্মানের কথা থাকলেও বিএসএফ কর্তৃক পঞ্চাশ গজের ভেতরে স্থাপনা নির্মান নিয়ে পতাকা বৈঠকে বিজিবির তীব্র আপত্তির মুখে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া নির্মান বন্ধ রাখার ঘোষনা দেয় এবং বিষয়টি নিয়ে দু’দেশের সীমান্ত পর্যায়ের উচ্চ প্রতিনিধিদলের বৈঠকের মাধ্যমে সুরাহা করার অভিপ্রায় ব্যক্ত করে।
