দেশজুড়ে যৌথ অভিযানে ৬০৮ অপরাধী গ্রেফতার: আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অবস্থান
 
                 
নিউজ ডেস্ক
দেশব্যাপী চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই সময়কালে পরিচালিত অভিযানে ৬০৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী এবং দালালচক্রের সদস্যরা।
অভিযানে জব্দ করা হয়; ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈদযাত্রায় নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগ
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের গুরুত্বপূর্ণ টার্মিনাল, বাসস্ট্যান্ড ও স্টেশনগুলোতে টহল, সচেতনতামূলক প্রচার এবং কালোবাজারি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সেনাবাহিনী। টিকিটের সুষ্ঠু বণ্টন ও ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সহায়তা করা হয়েছে।
মহাসড়কে বিকল্প রুট, পার্কিং, ট্রাফিক ব্যবস্থাপনা এবং রোড ব্লক প্রতিরোধেও দিনরাত কাজ করছে সেনা টহল দল। ফলে ঈদযাত্রা হয়েছে তুলনামূলক সহজ ও নিরাপদ।

ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণ
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে জড়িতদের গ্রেফতার করেছে এবং এসব প্রতিষ্ঠানে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে।
এছাড়া, দেশের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান—মহা অষ্টমী, পূণ্যস্নান ও বাসন্তী পূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও ধর্মীয় স্থানে নিরাপত্তা প্রদান করা হয়, যাতে অনুষ্ঠান পালনে কোনো বিঘ্ন না ঘটে।
অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান
অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, অবৈধ পার্কিং অপসারণ ও রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদানের আহ্বানও জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
