সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়ার হুমকি, প্রতিবাদে বান্দরবানে তীব্র প্রতিক্রিয়া
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্যান্টনমেন্ট উড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
এ ঘটনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এই বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে বক্তারা “আমার বাংলাদেশ (এবি) পার্টি”-র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কর্তৃক প্রদত্ত বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক ও জাতির সুরক্ষা বাহিনীকে অপমান করার নগ্ন চেষ্টা’ হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যে অংশগ্রহণ করেন নাগরিক পরিষদের নেতা কাজী মোঃ মজিবর রহমান, বান্দরবান জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, পৌর শাখার সভাপতি শামসুল হক শামু এবং সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন— “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় গর্ব, সার্বভৌমত্বের রক্ষাকবচ। তাদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিকর মন্তব্য ও হুমকি কেবলমাত্র উগ্র রাজনীতির প্রকাশ নয়, বরং এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।”
তারা আরও বলেন, “রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কেউ যেন জাতির শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ঘৃণা ছড়াতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে।”
নাগরিক পরিষদ স্পষ্ট জানায়, সেনাবাহিনীর মর্যাদা ও সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই। বক্তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “যেকোনো রাজনৈতিক নেতার বক্তব্যে ন্যূনতম দায়িত্ববোধ থাকা উচিত। আর সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে নিয়ে দুঃসাহসিক মন্তব্য নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
