স্বামীর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের জিডি

স্বামীর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের জিডি

স্বামীর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের জিডি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা তার স্বামী রেভিলিয়াম রোয়াজার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। রবিবার (২০ এপ্রিল ২০২৫) রাতে খাগড়াছড়ি সদর মডেল থানায় এই জিডি করেন তিনি। জিডি নম্বর: ৯৮৭।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে জিরুনা ত্রিপুরা উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে তার সঙ্গে রেভিলিয়াম রোয়াজার বিয়ে হয়। তাদের কাহাম রোয়াজা নামের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের শুরু থেকেই তার স্বামী বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন।

তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর তার অফিসিয়াল কাজকর্ম নিয়েও স্বামী নিয়মিত উত্তেজিত হয়ে গালাগালি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি আত্মহত্যা করে তাকেও (জিরুনাকে) বিপদে ফেলার পরিকল্পনার কথাও স্বামী প্রকাশ করেছেন বলে দাবি করেন তিনি।

জিডিতে জিরুনা ত্রিপুরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যেকোনো সময় তার স্বামী তাকে গুরুতরভাবে আঘাত করতে বা হত্যা করতে পারেন। এমনকি নিজের আত্মহত্যার মাধ্যমে তাকেও ফাঁসাতে পারেন বলেও আশঙ্কা করেন তিনি।

এ ঘটনায় জিরুনা ত্রিপুরা বা রেভিলিয়াম রোয়াজার কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১০ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে স্থানীয় পর্যায়ে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়। তার ও তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগও রয়েছে। এ কারণে জেলার কয়েকজন স্থানীয় সাংবাদিক তার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।