নারীর ইজ্জতের দাম ১০ হাজার টাকা, পাহাড়ে জেএসএসের বিতর্কিত বিচারে তোলপাড়!
উপমা চাকমা ও দিবাকর চাকমা
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামজুড়ে গত সোমবার (২১ এপ্রিল) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এক ‘প্রথাগত বিচার’-কে ঘিরে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কেদারমারা মধ্যম পাবলাখালি এলাকার দিবাকর চাকমা, প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়া ও শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মাত্র ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পার পেয়ে গেছেন—এই বিচার করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। আর এই ঘটনায় পাহাড়ি সমাজে নিন্দার ঝড় উঠেছে।
উপমা চাকমা নামের এক তরুণী দাবি করেছেন, দিবাকর চাকমা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং বৈসাবি উৎসবে একসঙ্গে ১৫ দিন কাটান। কিন্তু পরবর্তীতে বিয়েতে অস্বীকৃতি জানান দিবাকর।

বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য উপমার পরিবারকে নিয়ে শালিসি বৈঠকে জেএসএস মাত্র ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ‘বিচার’ সমাপ্ত ঘোষণা করে।
স্থানীয়দের অভিযোগ, বিচারসভায় দিবাকরের পিতা ও আত্মীয়-স্বজন উপস্থিত থাকলেও, উপমার পরিবারের বারবার বিয়ের দাবি উপেক্ষা করে হাস্যকর রায় দেওয়া হয়। এতে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় পাহাড়ি যুব সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই বিচারকে “নারী-অবমাননাকর” বলে মন্তব্য করছেন।

ঘটনার পর উপমা চাকমা তার ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে পোস্ট দেন, যেখানে তিনি মানসিক চাপের কথা উল্লেখ করেন। নেটিজেনরা তাকে ধৈর্য ধরতে এবং আইনি পথে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিবাকরের বিরুদ্ধে পূর্বেও নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। তবু জেএসএসের পক্ষ থেকে এমন ‘নামমাত্র বিচার’ তুলে ধরেছে পাহাড়ের প্রথাগত বিচার ব্যবস্থার দুর্বলতা ও নারীর প্রতি অবহেলা।
এই ঘটনায় মানবাধিকার কর্মী আরাফাত হোসেন বলেন, যেখানে নারীর ইজ্জতের মূল্য মাত্র ১০ হাজার টাকা, সেখানে সমাজ কতটা অসাড় হয়ে গেছে, তা বোঝা যায়।
প্রচলিত এই প্রথাগত বিচারে ধর্ষণ বা প্রতারণার মতো গুরুতর অপরাধে কখনো শূকর দান, কখনো ২০ হাজার টাকার জরিমানার নজির রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ে আইনি সচেতনতা ও নারীর অধিকার নিয়ে আলোচনার জোয়ার উঠেছে।
উল্লেখ্য, দিবাকর চাকমা ও উপমা চাকমার বক্তব্য পাওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।