৩০ এপ্রিল হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি

৩০ এপ্রিল হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি

৩০ এপ্রিল হাইকোর্টে চিন্ময় দাসের জামিন শুনানি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে রুল শুনানি পিছিয়েছে। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন।

এদিন শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ দেন।

শুনানির সময় চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাই তার জামিন প্রার্থনা করেন তিনি।

হাইকোর্ট বলেন, রুলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশ দেয়া হবে।

এর আগে চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন খারিজ করে দেন। পরে গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় দাস।

৪ ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে বলেন।

পরে ২৩ মার্চ চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।