মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের রাখাইনে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড। আটকরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন- অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ১ মে কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা থাকায় উক্ত এলাকায় বোট থাকা বেআইনি।

ফলে কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। কিন্তু বোট সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে। আর আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।