মাটিরাঙ্গায় শুল্ক ফাঁকি দেওয়া সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করল বিজিবি
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পাহাড়ি সীমান্ত অতিক্রম করে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় সিগারেটের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় পলাশপুর জোনের (৪০ বিজিবি) একটি টহল দল এই অভিযান চালায়।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে গাজীনগর আলুটিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট সমতলের জেলায় পাচার করা হচ্ছিল।
অভিযানে নেতৃত্ব দেন পলাশপুর জোনের সুবে. মো. আবদুর রাজ্জাক। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪,৪২০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
এ বিষয়ে পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহীনুল ইসলাম বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে কোনো পণ্য বাজারজাত করতে দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।